জীবনের চেয়ে খেলা বেশি গুরুত্বপূর্ণ নয় : ইনফান্তিনো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ এএম, ১১ এপ্রিল ২০২০
জীবনের চেয়ে খেলা বেশি গুরুত্বপূর্ণ নয় : ইনফান্তিনো

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত বিশ্বের ২১০টি দেশ। ইতোমধ্যে প্রাণহানি হয়েছে ৯৫ হাজারের বেশি মানুষের। এই ভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন প্রায় এক মাস ধরে স্থগিত। তবে এই অবস্থায় লিগ শুরুর চিন্তা করছে কিছু দেশের ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন কারও জীবনকে অনিশ্চয়তায় ফেলে খেলা শুরুর কোন প্রয়োজন নেই।

তার মতে, একজনেরও জীবন ঝুঁকিতে ফেলার চেয়ে খেলা শুরুর জন্য আরও অপেক্ষা করাই সঠিক। ইনফান্তিনো বলেন, ‘পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রনে আসার পরই যে কোন ধরনের প্রতিযোগিতা মাঠে গড়ানো উচিত। যেহেতু আমাদের প্রধান অগ্রাধিকার- সকলের স্বাস্থ্য। তাই সবার কথা চিন্তা করেই যেকোন সিদ্ধান্ত নেয়া উচিত।’

কোন খেলোয়াড়, কর্মকর্তা বা কোচের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক নয় বলে জানান ইনফান্তিনো, ‘আমি সকলের যতটুকু গুরুত্ব দিয়েছি তা যথেষ্ট নয়। কোনো খেলা, প্রতিযোগিতা, লিগের জন্য একজন মানুষের জীবনও ঝুঁঁকিতে ফেলা ঠিক নয়। সবার এই বিষয়টা পরিষ্কারভাবে মাথায় রাখা উচিত।’

পরিস্থিতি শতভাগ স্বাভাবিক হলে খেলা শুরু করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এমনটা মনে করেন ইনফান্তিনো, ‘পরিস্থিতি শতভাগ নিরাপদ না হলে প্রতিযোগিতা পুনরায় শুরু করা হবে দায়িত্বজ্ঞানহীনতার কাজ। যদি আমাদের আরও সময় অপেক্ষা করতেই হয়, আমরা অবশ্যই সেটা করব। ঝুঁকি নেওয়ার চেয়ে অপেক্ষা করা উত্তম। এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ।’

দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্লাবগুলো। কর্মচারীদের বেতনের জন্য খেলোয়াড়দের সম্মতিতে বেতন কাটার উদ্যোগও নিয়েছে বিভিন্ন ক্লাব। তবে এতে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান ইনফান্তিনো।

সকল ক্লাব ও লিগের জন্য আর্থিক সহায়তা করবে ফিফা বলে জানান তিনি, ‘ক্লাব ও লিগগুলোকে আর্থিক সহায়তা করবে ফিফা। এজন্য দু’শ সত্তর কোটি ডলারের প্যাকেজ তৈরি করা হয়েছে।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

খেলা না হলে ২০ শতাংশ বেতন হারাবে রিয়াল ফুটবলাররা

খেলা না হলে ২০ শতাংশ বেতন হারাবে রিয়াল ফুটবলাররা

ভাঙছে বার্সেলোনা, ৬ পরিচালকের পদত্যাগ

ভাঙছে বার্সেলোনা, ৬ পরিচালকের পদত্যাগ

ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার কাতারের

ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার কাতারের

ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়াতে বললো ফিফা

ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়াতে বললো ফিফা