নেইমারকে থামানো যাবে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮
নেইমারকে থামানো যাবে না

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কার্ভাজাল বলেছেন, কোন ‘ম্যাজিক ফর্মুলাই’ নেইমারকে থামানো যাবে না। তিনি প্রত্যাশা করছেন দুই দলের প্রতিদ্বন্দ্বিতার দিনে যেন প্যারিস সেন্ট জামেইয়ের (পিএসজি) এই বিশ্ব তারকা বাজে ফর্মে থাকেন।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে অংশ নিতে সান্তিয়াগো বার্নাব্যু সফরের প্রস্তুতি নিচ্ছে পিএসজি। যে ম্যাচে নেইমারকেই বড় হুমকি মনে করা হচ্ছে।

প্রথম ম্যাচে নিষিদ্ধ কার্ভাজাল বলেন, তাদের দল কেবল এই দোয়াই করতে পারে, ম্যাচের দিন এই ব্রাজিলীয় যেন তার সামর্থ্যের সেরাটা দিতে না পারেন। তিনি বলেন, ‘নেইমারের বিপক্ষে লড়াইয়ের সময় কোন ম্যাজিক ফর্মুলাই কাজে আসবে না। শুধু এই দোয়া করতে পারেন দিনটি যেন তার হয়ে না যায়। আমিও আশা করছি নেইমার যেন বুধবার সেরা ফর্মে না থাকে।’

লা লীগায় ধুঁকতে থাকা রিয়ালের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাটিই এই মৌসুমে এখন একমাত্র জয় করার সুযোগ রয়েছে। পিএসজির বিপক্ষে ওই ম্যাচে কোন দলকেই ফেভারিট বলা যাবে না উল্লেখ করে কার্ভাজাল বলেন, ‘এরকম দু’টি দলের মধ্যে লড়াইয়ের সময় কোন দলকেই ফেভারিট বলার সুযোগ থাকেনা। আমাদের লক্ষ্য থাকবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেরাটা খেলা।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানইউর সাবেক মিডফিল্ডার মিলার আর নেই

ম্যানইউর সাবেক মিডফিল্ডার মিলার আর নেই

মেসিকে নিয়ে একি বললেন হ্যাজার্ড

মেসিকে নিয়ে একি বললেন হ্যাজার্ড

ইন্টার মিলানে যোগ দেবেন আর্জেন্টিনার মার্টিনেজ

ইন্টার মিলানে যোগ দেবেন আর্জেন্টিনার মার্টিনেজ

প্রতিপক্ষের মাঠে কৃতিত্ব দেখিয়ে ফাইনালে বার্সা

প্রতিপক্ষের মাঠে কৃতিত্ব দেখিয়ে ফাইনালে বার্সা