করোনাভাইরাসের কারণে থেমে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এই ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে আছে আন্তজার্তিক কিংবা ঘরোয়া সবধরনের খেলাধুলা। তবে এর মাঝেও করোনাকে উপেক্ষা করে ফুটবল মৌসুম শুরু করেছে এশিয়ার দেশ তাজিকিস্তান।
শনিবার (৪ এপ্রিল) তাজিক সুপার কাপে দর্শকশূন্য মাঠে মুখোমুখি হয়েছিল লিগ চ্যাম্পিয়ন ইস্তিকল ও খুজান্দ। ২-১ গোলে জয় পায় ইস্তিকলল। স্টেডিয়ামের খালি গ্যালারিতে বিশাল একটি ব্যানারে লেখাও ছিল ‘স্টপ করোনাভাইরাস’।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাজিকিস্তানের জনগণকে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে সতর্ক করেছে। দেশটিতে প্রায় নয় মিলিয়ন মানুষের বসবাস। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিতে এখনও কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
শুধু এশিয়ার দেশ তাজাকিস্তানই নয় প্রাণঘাতি করোনাকে উপেক্ষা করে নিজেদের ফুটবল লিগ চালু রেখেছে বেলারুশও। ফিফপ্রো তাদের বাঁধা দেওয়ার পর তা না মেনে লিগ চালু রাখার ঘোষণা দিয়েছে বেলারুশ।