প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের সকল ফুটবল লড়াই এখন বন্ধ। কবে নাগাদ শুরু হবে নাকি চলমান মৌসুম বাদ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, করোনাভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপ দিকে যাচ্ছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ইউরোপের ফুটবল প্রধান আলেক্সান্দার সেফেরিন। তিনি বলেন, উয়েফার ক্লাব দুই পর্যায়ের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ ৩ আগস্টের মধ্য শেষ করতে হবে।
জার্মানির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেফেরিন এ কথা বলেন। তিনি আরও বলেন, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ পুনরায় শুরু করার জন্য আমাদের হাতে বিকল্প পথ আছে। মে, জুন, জুলাইয়ে শুরু হতে পারে, আবার খেলা নাও হতে পারে। সেই বিকল্পও আলোচনায় আছে।
আলেক্সান্দার সেফেরিন বলেন, আমাদের কর্মকর্তারা এটা নিয়ে কাজ করছে, তবে এটা কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ ৩ আগস্টের মধ্যে অবশ্যই শেষ করতে হবে।
এতে টুর্নামেন্টের বর্তমান নিয়মে পরিবর্তনও আসতে পারে বলেও জানান সেফেরিন। বলেন, আমরা অনেক বিকল্প নিয়ে আলোচনা করছি। দু’টি স্টেডিয়াম বা স্বল্প পরিসরে যেভাবেই হোক করতে হবে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে।