করোনাভাইরাসের কারণে বছরের জুন মাসে নির্ধারিত সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করেছে ফিফা। ওর্য়াকিং গ্রুপের প্রথম বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২২ সালের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য সংশোধিত সময়সূচি নির্ধারণ করতে কনফেডারেশনের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল ফিফা।
এক বিবৃতিতে ফিফা জানায়, ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিফা-কনফেডারেশনসের কার্যনিবার্হী দল, তাদের প্রথম বৈঠক শেষে সর্বসম্মতিভাবে বেশ কয়েকটি প্রস্তাবনা অনুমোদন করেছে।’
এছাড়া জুনে নারীদের সকল আন্তর্জাতিক ম্যাচও স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে এক বছর অলিম্পিক পিছিয়ে যাওয়ায়, ফিফা গ্রুপ- ১৯৯৭ সালের পর জন্মগ্রহণকারী খেলোয়াড়দের বয়স যোগ্যতার নিয়মে এবং অতিরিক্ত বয়সের তিনজন খেলোয়াড় রাখার প্রস্তাব করে।
তবে ফিফা-কনফেডারেশনসের ওর্য়াকিং গ্রুপ পরিস্থিতি পর্যবেক্ষণ করার সাথে সাথে আলোচনা চালিয়ে যাবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।