প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে চলতি বছরের জুনে টেক্সাসে নির্ধারিত কনকাকাফ ন্যাশন্স লিগের ফাইনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আঞ্চলিক ফুটবলের নির্বাহী সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফুটবলের নির্বাহী সংস্থা কনকাকাফ জানায়, ৪ ও ৭ জুন হাউসটন ও ডালাসে চার দলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা আপাতত হচ্ছে না।
এক বিবৃতিতে কনকাকাফ জানায়, ‘আসন্ন মাসগুলোতে প্রতিযোগিতাগুলো চলমান রাখতে আমরা অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রাখছি। আমাদের অঞ্চলের ফুটবলের সাথে জড়িত সবার কল্যাণ আমাদের কাছে অগ্রাধিকার। চলমান পরিস্থিতি বিবেচনায়, আন্তর্জাতিক ক্যালেন্ডারের ফিফার সাথে পরামর্শ করে, আমরা কনকাকাফ নেশন্স লিগ ফাইনাল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
কোস্টারিকা, হন্ডুরাস, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ফাইনালে অংশ নেবে।
বিশ্বের এখন পর্যন্ত ১২ লাখ ২ হাজার ৪৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৪ হাজার ৭২৯ জন মারা গেছেন। এছাড়া চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৪৮ জন।