করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এই ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক টুর্নামেন্ট ও আসর। এবার সে তালিকায় যুক্ত হলো ভারতে অনুষ্ঠিত নারীদের অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।
যদিও বিশ্বকাপ শুরু হতে আরও অনেক দিন বাকি তবুও করোনার প্রাদুর্ভাবে বিশ্বকাপ চালিয়ে নেওয়ার সাহস দেখাতে পারেনি ফিফা। আর তাই তো একই সাথে দুইটি ফুটবল বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দিল ফিফা।
তারা জানায়, বিশ্বজুড়ে উদ্বেগজমক পরিস্থিতির কারণে এই প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করা হলো।
২ নভেম্বর থেকে ভারতের পাঁচটি ভেন্যুতে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতাটি। ১৯ দিনের এই আসরের পর্দা নামার কথা ছিল ২১ নভেম্বর। প্রথমবারের মত অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল ভারতের।
শুধু মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপই নয়, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত করেছে ফিফা ওয়ার্কিং গ্রুপ।
তারা জানায়, ‘আগস্ট ও সেপ্টেম্বরের পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে নভেম্বরে ভারতের অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ।’