প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্লাবের কর্মচারীদের জন্য নিজেদের বেতনের ৭০ শতাংশ দিতে সম্প্রতি রাজি হয়েছেন বার্সেলোনার খেলোয়াড়রা। তবে এর আগে বিষয়টি নিয়ে বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। এসব সমালোচনায় ক্ষুব্ধ হয়েছিলেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
তিনি বলেন, ‘দলের খেলোয়াড়দের বেতন কাটা নিয়ে অনেক কষ্টদায়ক কথা বলা হয়েছে। অনেকে বলেছে, আমরা সহায়তা করতে রাজি না। কিন্তু সব কিছু না জেনে এভাবে মন্তব্য করাটা উচিত নয়। ওই সময় আমরা সম্ভাব্য সেরা সমাধানটাই খুঁজছিলাম। এ জন্য সময় ক্ষেপণ হয়েছে। হঠাৎ করেই কোন সিদ্ধান্ত নেওয়া যায় না। এ জন্য আমাদের কিছু সময় লেগেছে।’
ক্ষোভ নিয়ে সুয়ারেজ বলেন, ‘মানুষ যখন এমন কিছু বলছিল, খুব আহত হয়েছি। কারণ, আমরাই প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কিছু করার। আমরা জানি ক্লাবের কী অবস্থা। মূল স্কোয়াডের কেউ বেতন কাটা নিয়ে আপত্তি করেনি। ক্লাব ও খেলোয়াড় এ ব্যাপারে একমত ছিল। অধিনায়ক এ নিয়ে সভাপতির সাথে কথা বলেছেন এবং কেউই এতে আপত্তি করেনি।’
শুধু বেতন দিয়েই নয়, প্রয়োজনে আরও অনেকভাবে ক্লাব ও অসহায়দের পাশে দাড়ানোর আশ্বাসও দিয়েছেন সুয়ারেজ।বলেন, ‘শুধুমাত্র বেতন থেকেই নয়, ক্লাবের প্রয়োজনে আমরা সবসময় পাশে থাকবো। আক্রান্ত ও অসহায়দেরও জন্য নিজেদের উজার করে দেব।’