আরও বেশি সাহায্য চান তেভেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৩ এপ্রিল ২০২০
আরও বেশি সাহায্য চান তেভেজ

ফাইল ছবি

করোনার কারণে খেলা বন্ধ হওয়ায় আর্থিক সঙ্কটের মুখে পড়ছে বড় বড় ফুটবল ক্লাবগুলোও। যে কারণে খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তরা। তবে এ দুঃসময়ে শীর্ষ পর্যায়ে খেলা ফুটবলাররা কম পারিশ্রমিক নিতে পারেন বলে মত দিয়েছেন কার্লোস তেভেজ। এছাড়া ক্লাবগুলোর আরও বেশি করে সাহায্যের হাত বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।

লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে, রবোর্তো, লেভানদোভস্কির মতো তারকা খেলোয়াড়রা বিভিন্ন সেবামূলক সংস্থাকে সহযোগিতা করছেন কভিড-১৯ মোকাবেলায়।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড তেভেজ মনে করেন, এ দুঃসময়ে পুরো পারিশ্রমিক না নিয়েও চলতে পারবেন শীর্ষ পর্যায়ে খেলা ফুটবলাররা।

তিনি বলেন, ‘একজন ফুটবলার ছয় মাস বা এক বছর বেতন না নিয়েও বাঁচতে পারবে। আমরা সেই সব মানুষের মতো দুরবস্থায় নেই, যারা বাচ্চাদের নিয়ে দিনাতিপাত করে, যারা পরিবারকে খাওয়ানোর জন্য প্রতিদিন সকাল ছয়টায় ঘর থেকে বের হয়ে সন্ধ্যা সাতটায় ফেরে।’

আর্জেন্টিনার এ ফুটবল তারকা আরও বলেন, ‘অসহায়দের পাশে আমাদের থাকতে হবে এবং তাদের সাহায্য করতে হবে। ঘরে বসে আমার পক্ষে কথা বলা সহজ... কেননা আমি জানি, আমার বাচ্চাদের জন্য ঘরে খাবার আছে। কিন্তু এই বাইরের মানুষগুলো যারা বের হতে পারছে না; ঘরের বাইরে যেতে পারছে না; তারা দুশচিন্তার মধ্যে আছে।’

ক্লাবগুলোকেও এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বর্তমানে বোকা জুনিয়র্সে খেলা ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা যুদ্ধে সাকিবের সাথে কনফিডেন্স গ্রুপ

করোনা যুদ্ধে সাকিবের সাথে কনফিডেন্স গ্রুপ

৫০ হাজার পরিবারে ত্রাণ দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

৫০ হাজার পরিবারে ত্রাণ দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি

ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি

চলে গেলেন ক্রিকেটে বৃষ্টি-আইন পদ্ধতির জনক টনি লুইস

চলে গেলেন ক্রিকেটে বৃষ্টি-আইন পদ্ধতির জনক টনি লুইস