করেনাভাইরাসের কারণে থেমে আছে গোটা বিশ্ব, বন্ধ হয়ে আছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। এ ভাইরাসের প্রকোপে সাময়িক স্থগিত করা হয়েছিল ইউরোপের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ। জুনে মাঠে গড়ানোর কথা থাকলেও করোনার প্রকোপে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো উয়েফা।
বুধবার (১ এপ্রিল) উয়েফার গভর্নিং বডি ৫৫টি দেশের জেনারেল সেক্রেটারিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রুদ্ধদ্বার ম্যাচের মাধ্যমে চলতি মৌসুমের ম্যাচগুলো শেষ করতে চেয়েছিল উয়েফা। তবে নতুন এই সিদ্ধান্তে সব খেলাই স্থগিত হয়ে গেল। এর আগে ইউরো-২০২০ এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বুধবারের সভায় এসবের পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো- ২০২০ সালের জুন পর্যন্ত সকল পুরুষ ও মহিলা জাতীয় দলের খেলা স্থগিত। এর ভেতর উয়েফা নারী ইউরো-২০২১ এর বাছাইপর্বের ম্যাচও অন্তর্ভুক্ত থাকবে।