বেলারুশের খেলা বন্ধ চায় ফিফপ্রো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২০
বেলারুশের খেলা বন্ধ চায় ফিফপ্রো

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসে থমকে গেছে বিশ্ব। এই ভাইরাস থেকে রক্ষা পেতে নিজেদের গৃহবন্দী করে ফেলেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে সকল খেলাধুলা। অথচ বিশ্বকে অবাক করে দিয়ে নিজেদের দেশের প্রিমিয়ার ফুটবল লিগ চালিয়ে যাচ্ছে বেলারুশ। ইউরোপের একমাত্র দেশ হিসেবে ফুটবল লিগ চালু রেখেছে বেলারুশ। তাই দ্রুত ফুটবল বন্ধের আহ্বান জানিয়েছে ফিফপ্রো

মহামারীর মধ্যে ফুটবল চালিয়ে যাবার কারণও ব্যাখা করেছেন ভিন্ন ভঙ্গিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। কারণ করোনাভাইরাস নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। এমনকি নিজ দেশের জনগণকে করোনার বিরুদ্ধে লড়াতে ভদকা পান করার পরামর্শ দিয়েছেন।

আর বেলারুশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র আলেক্সান্দর অ্যালেইনিক বলেন, ‘করোনা প্রতিরোধে আমরা সকল সতর্কতা গ্রহণ করেছি এবং ফুটবল চলতে থাকবে। ক্রীড়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ভক্তদের সবাইকে হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে।’

কিন্তু এতে ক্ষোভ প্রকাশ বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। বেলারুশের ফুটবল চালিয়ে যাবার ব্যাপারটি বোধগম্য নয় ফিফপ্রোর। তাই দ্রুত ফুটবল বন্ধের আহ্বান জানিয়েছে ফিফপ্রো জেনারেল সেক্রেটারি জনাস বেয়ার-হফম্যান।

তিনি বলেন, ‘বিশ্বের বাকি জায়গায় ফুটবলের জন্য যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখানেও (বেলারুশ) একই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা। কীভাবে এটা চলতে পারে তা একেবারেই বোধগম্য নয়।’

ফিফপ্রোর সদস্যভূক্ত নয় বেলারুশ। তারপরও এ বিষয়ে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে কঠোর ব্যবস্থা নেয়ার আবেদন জানাবে ফিফপ্রো।

এদিকে, অধিকাংশ দেশে খেলা বন্ধ থাকায় লিগ সম্প্রচার থেকে আর্থিক সুবিধাও নিচ্ছে বেলারুশ ফুটবল ফেডারেশন। রাশিয়া, ভারতসহ দশটি দেশে খেলা সম্প্রচারের জন্য নতুন চুক্তি করেছে তারা।

চলতি সপ্তাহে বেলারুশ প্রিমিয়ার লিগে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরমধ্যে একটি ডার্বিও ছিল। এফসি মিনস্ক ও দিনামো মিনস্ক ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়। বেলারুশের রাজধানী মিনস্কে হওয়া ঐ ডার্বি ম্যাচটি দেখতে গ্যালারি প্রায় ৩ হাজার দর্শক উপস্থিত হয়েছিল। ঐ ম্যাচে নিজেদের মাঠে ৩-২ ব্যবধানে জয় পায় এফসি মিনস্ক।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশটিতে বসবাস ৯৫ লাখ মানুষের। এরমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১শ জন। কিন্তু কেউই এখনও মারা যাননি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করবে ফিফা

ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করবে ফিফা

সঙ্কটের মুখে বার্সেলোনাকে বাঁচালেন মেসি

সঙ্কটের মুখে বার্সেলোনাকে বাঁচালেন মেসি

পিকে-রামোসদের ৬ কোটি টাকার তহবিল গঠন

পিকে-রামোসদের ৬ কোটি টাকার তহবিল গঠন

করোনার মাঝেও চলছে ফুটবল লিগ

করোনার মাঝেও চলছে ফুটবল লিগ