ফিফা র্যাংকিংয়ে চার ধাপ পেছিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছরের ডিসেম্বর ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ ১৩০ নম্বরে ছিল। তবে তিন মাস পর সম্প্রতি সর্বশেষ ঘোষিত র্যাংকিংয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অবস্থান ১৩৪তম স্থানে।
১২ মাস আগে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবলে খেলেছিল সাবিনা-কৃষ্ণারা। গত বছর ২০ মার্চ নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের পর আর মাঠে নামেনি নারী জাতীয় দল।
২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবারের মত র্যাংকিংয়ে প্রবেশ করে বাংলাদেশের নারী ফুটবল দল। প্রথমবার বাংলাদেশের র্যাংকিং ছিল ১২৫তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে ভারত, ৫৫তম স্থানে। এরপর নেপালের অবস্থান ৯৯। বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা-মালদ্বীপ ও ভুটান। র্যাংকিএয় তাদের অবস্থান যথাক্রমে ১৪০, ১৪২ ও ১৫৪।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ পুরুষ জাতীয় দল ১৮৭তম স্থানে রয়েছে। সর্বশেষ চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পুরুষদের র্যাংকিং ঘোষণা করেছিল ফিফা।