চাকরি হারালেন উরুগুয়ের কোচসহ ৪০০ জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩০ মার্চ ২০২০
চাকরি হারালেন উরুগুয়ের কোচসহ ৪০০ জন

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রকোপে আতঙ্কিত অবস্থায় পুরো বিশ্ব। এ ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটাচ্ছেন ক্রীড়াবিদসহ স্টাফরা। প্রাণঘাতি এ ভাইরাসে প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে। শুধু প্রাণই নয়, এবার কেড়ে নিল ৪শ’ জনের চাকরি।

করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাব ও বোর্ড। আর্থিক সঙ্কট মোকাবেলায় ক্লাবের ওপর চাপ কমাতে কোচ অস্কার তাবারেজসহ ৪শ’ জন স্টাফকে চাকরিচ্যুত কররেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।

তারা জানিয়েছে, এ ছাঁটাই করার কারণ হলো- তারা যেন বেকারত্ব বীমার আওতায় চলে আসে।

উরুগুয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘এ সঙ্কটকালীন মুহূর্তে বাধ্য হয়েই নির্বাহী কমিটি কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যাতে করে এ সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম টিকে থাকে।’

অবশ্য উরুগুয়ের সংবামদমাধ্যমগুলো জানাচ্ছে, পরিস্থিতি পরে ঠিক হয়ে যাবে। মার্চের ১৩ তারিখ থেকে সব ধরনের ফুটবল বন্ধ রেখেছে উরুগুয়ে। ফিফার সব বাছাই খেলাও এখন স্থগিত।

করোনাভাইরাসের কবলে পড়ে এখন পর্যন্ত উরুগুয়ের আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৪ জন। এর মাঝে মৃত্যুবরণ করেছেন ১ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যতটা সহজ দেখাচ্ছে, তত সহজ নয় : কোহলি

যতটা সহজ দেখাচ্ছে, তত সহজ নয় : কোহলি

এবার সাহায্যের হাত বাড়াচ্ছেন সাবেক ক্রিকেটাররা

এবার সাহায্যের হাত বাড়াচ্ছেন সাবেক ক্রিকেটাররা

সিলিন্ডার বিস্ফোরণে লিটন দাসের স্ত্রী দগ্ধ!

সিলিন্ডার বিস্ফোরণে লিটন দাসের স্ত্রী দগ্ধ!