চার মাসের বেতন ছেড়ে দিল রোনালদো-দিবালারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২০
চার মাসের বেতন ছেড়ে দিল রোনালদো-দিবালারা

ফাইল ছবি

করোনাভাইরাসের কালো থাবায় থেমে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলা। মাঠে খেলা না থাকায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ক্লাব গুলোকে। তবে ক্লাবের এই আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে জুভেন্টাস ক্লাবের পাশে দাঁড়াচ্ছে রোনালদো-দিবালারা।

সারা বছর ক্লাব থেকে কাড়িকাড়ি টাকা আয় করেন রোনালদো-দিবালারা। এবার তাদের বিপদেই পাশে দাঁড়াচ্ছে তারা। ক্লাবের আর্থিক পুষিয়ে দিতে জুভেন্টাস ক্লাব থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছে রোনালদো ও তার সতীর্থরা।

ক্লাবটি জানিয়েছে, এই অর্থের পরিমাণ ছিল চার মাসের (মার্চ, এপ্রিল, মে ও জুন) মজুরি এবং খেলোয়াড়দের বেতনের এক তৃতীয়াংশ।

দলটির মোট তিন জন খেলোয়াড় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন-পাওলো দিবালা, দানিয়েলে রুগানি ও ব্লেইস মাতুইদি। আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা অবশ্য এরই মধ্যে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।

অতি সংক্রামক এই ভাইরাস ইউরোপে সবচেয়ে বড় আঘাত হেনেছে ইতালিতেই। শনিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। মোট আক্রান্ত হয়েছে ৯২ হাজার, ৪৭২ জন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, স্পেনের দ্বিতীয় সফলতম ক্লাব বার্সেলোনাও সঙ্কটময় এ সময়ে আর্থিক ক্ষতির ধাক্কা কিছুটা পুষিয়ে নিতে নিজেদের পেশাদার সব দলের খেলোয়াড় ও স্টাফদের বেতন কাটার পথ বেছে নিয়েছে।

দলটির খোলোয়াড়রা ৭০ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্তে নাকি আপত্তি তুলেছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা রোগীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিল ইতালি

করোনা রোগীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিল ইতালি

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা

বিচে ফুটবল খেলে তোপের মুখে নেইমার

বিচে ফুটবল খেলে তোপের মুখে নেইমার

লকডাউন অমান্য করায় পেরুর ফুটবল তারকা গ্রেফতার

লকডাউন অমান্য করায় পেরুর ফুটবল তারকা গ্রেফতার