প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেও ক্রমেই সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন ও জুভেন্টাস তারকা পাওলো দিবালা। সুস্থ হওয়ার পথে শরীরচর্চাও শুরু করেছেন তিনি। তবে করোনা আক্রান্ত হওয়ার পর শরীর ব্যথার সাথে শ্বাসকষ্টও ভুগিয়েছে তাকে। করোনা যুদ্ধের সেই অভিজ্ঞতা শেয়াার করেছেন দিবালা।
একটি টিভি চ্যানেলে দিবালা বলেন, ‘আমার শরীরে করোনার উপসর্গ বেশ প্রকট হয়ে উঠেছিল। তবে এখন অনেকটাই ভালো আছি। এখন হাঁটাচলা করতে পারছি। শরীরচর্চা করছি।’
তবে করোনাভাইরাস জয় করা সহজ ছিল না বলেও জানান তিনি। বলেন, ‘দিন কয়েক আগে অবধি কোনো কাজ করতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছিল। সারা শরীরে ব্যথা ছিল।’
গত শনিবার করোনাভাইরাসে দিবালা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তবে পরীক্ষা করোনা শনাক্ত হলেও তার শরীরে কোন উপসর্গ ছিল না। দিবালার সঙ্গে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন তার বান্ধবী ওরিয়ানাও।
এছাড়া জুভেন্টাসের মাতুইদি ও রুগানিও আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। শুধু তাই নয়, ইতালিয় সিরি’আ লিগে খেলা অন্যান্য ক্লাবের বেশ কয়েকজন ফুটবলারের শরীরে এ ভাইরাসের সন্ধান মেলে। যা ফলে জুভেন্টাসের সের স্টার ক্রিশ্চিয়ানো রোনারদোকে নিয়েও বাড়ে চিন্তা। পরে সপরিবারে কোয়ারেন্টিনে চলে যান পর্তুগিজ তারকা।
এদিকে দায়িত্বজ্ঞানের পরিচয় দেওয়ায় প্রশংসায় ভাসছেন দিবালা। ইতালিতে করোনার প্রকোপ শুরু হওয়ার ঠিক পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন তিনি। পরে উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষাও করান। সেখানেই জানা যায়, ভাইরাস ঢুকেছে দিবালার শরীরে।