প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে বিশ্বের সকল খেলাধুলা। ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন ইভেন্ট এখন স্থগিত। তবে সময় নিয়ে এপ্রিল বা মে মাসে আবারও খেলাধুলা মাঠে গড়ানোর চিন্তা করছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। কিন্তু পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না আসলে মাঠে নামতে রাজি নয় ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ ইপিএল। ব্রিটিশ ট্যাবলয়েডের খবর যে, মে’তে লিগ শুরু হলেও বিভিন্ন ক্লাবের ফুটবলাররা খেলতে চান না। আতঙ্কের এমন একটা অবস্থায় দর্শক শূন্য গ্যালারিতেও না। এর পরেও লিগ শুরুর চেষ্টা হলে বিদ্রোহ করতে পারেন খেলোয়াড়রা এমন খবর বেরিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েডে।
আর্সেনালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কোনভাবেই অনুশীলন করবে না ক্লাবের খেলোয়াড়রা। আমাদের ম্যানেজার আর্তেতা আক্রান্ত হয়েছেন। আমাদের পুরুষ ও নারী ফুটবলারদের ঘরে থাকতে বলা হয়েছে। অ্যাকাডেমির শিক্ষার্থীদেরও আমরা মাঠে আসতে নিষেধ করেছি।’
ম্যানেজার মিকেল আর্তেতা করোনাভাইরাসে আক্রান্ত হওযার পর আর্সেনালের পুরো দলই কোয়রান্টিনে চলে গেছে। এছাড়া ইংল্যান্ডের অন্যান্য ফুটবল ক্লাবগুলো তাদের ফুটবলারদের নিজ নিজ বাড়িয়ে থাকতে বলেছে।