না ফেরার দেশে ডন নাচো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ২৬ মার্চ ২০২০
না ফেরার দেশে ডন নাচো

ফাইল ছবি

সুন্দর এই ভূবনের মায়া ত্যাগ করে ১০৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ডন নাচো খ্যাত মেক্সিকোর কিংবদন্তি ফুটবলার ইগনাসিও ক্রেইয়েস ক্যাম্পোস। মেক্সিকোর হয়ে খেলার পর আবার মেক্সিকোর কোচের দায়িত্বও পালন করেন তিনি। তার অধীনে তিনটি বিশ্বকাপ খেলেছে মেক্সিকো।

১৯১৬ সালের ৩১ জুলাই গুডালাজারে জুন্মগ্রহণ করেছিলেন ইগনাসিও ক্যাম্পোস। মেক্সিকোর এই সাবেক ফুটবলারের মৃত্যু সংবাদটি বুধবার নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ক্রুস আসুল। তারা বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ও একই সাথে তিনি এই ক্লাবের অংশ হওয়ার জন্য আমরা গর্বিত। আমরা আপনাকে এটি জানাতে চাই যে, ডোন ইগনাসিও ট্রেলসকে সেলেসিয়াল কিংবদন্তিতে যুক্ত করা হয়েছিল।

এছাড়া মেক্সিকান ফুটবল ফেডারেশন বলেন, মেক্সিকো ফুটবলের কিংবদন্তি ইগনাসিও ট্রেলসের মৃত্যুতে আমরা শোকাহত। পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানাই।

মেক্সিকোকে ১১৭টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ত্রেইয়েস। এরপর কোচের দায়িত্ব পালন করেছেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে এবং ১৯৬৪ ও ১৯৬৮ সালের অলিম্পিকে।

ত্রেইয়েস কোচ হিসেবে রেকর্ড সাতটি মেক্সিকান লিগ শিরোপা জিতেছেন। খেলোয়াড় হিসেবে জিতেছেন রেকর্ড তিনটি চ্যাম্পিয়নশিপ্স শিরোপা।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজ উদ্যোগে বাবা-মার কাছে ফিরলেন জামাল ভূঁইয়া

নিজ উদ্যোগে বাবা-মার কাছে ফিরলেন জামাল ভূঁইয়া

ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল

ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল

করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ

করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে