ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৫ মার্চ ২০২০
ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন ভাঙার দায়ে চ্যাম্পিয়নস লিগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের লড়াই বন্ধ থাকলেও ম্যানসিটির শাস্তি না কমাতে এক জোট হয়ে মাঠে নেমেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দশ দলের আট দল।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন ভাঙার দায়ে ফেব্রুয়ারিতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্টে দুই বছরের জন্য নিষিদ্ধ হয় ম্যানসিটি। সঙ্গে জরিমানা হয় ২৫ মিলিয়ন পাউন্ড। পেপ গার্দিওলার ক্লাবটি অবশ্য শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে ম্যানসিটি।তাদের শুনানির আগেই ম্যানসিটির বিরুদ্ধে মাঠে নেমেছে শীর্ষ দশের আট ক্লাব। ম্যানসিটির শাস্তি যেন না কমানো হয় তার জন্য বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালতের কাছে আপিল করেছে আটটি ক্লাব। ইতিহাদ শিবিররা যেন চ্যাম্পিয়নস লিগ খেলতে না পারে এাটই তাদের মূল লক্ষ্য।

খবর বেরিয়েছিল যে, আপিল চলাকালে ম্যানসিটি তাদের শাস্তি স্থগিত রাখতে আবেদন করতে পারবে। আর তাতেই প্রতিবাদ করে বসে বাকি ক্লাব গুলো। যদিও পরবর্তীতে শোনা যায় ম্যানসিটি তেমন কোন আবেদনি করেনি।

ম্যানসিটির বিপক্ষে আপিল করা ক্লাব আটটি হলো লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, আর্সেনাল ও চেলসি। সিটি ও শেফিল্ড ইউনাইটেড বাদে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শীর্ষে থাকা দশ ক্লাবের সবাই রয়েছে এই তালিকায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত আটালান্টার গোলরক্ষক

করোনায় আক্রান্ত আটালান্টার গোলরক্ষক

করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ

করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে

দুই বছরের নিষেধাজ্ঞায় ম্যানচেস্টার সিটি

দুই বছরের নিষেধাজ্ঞায় ম্যানচেস্টার সিটি