করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৫ মার্চ ২০২০
করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে জীবন হারিয়েছেন সোমালিয়ার সাবেক তারকা ফুটবলার আব্দুল কাদির মোহাম্মদ ফারাহ। ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সোমালি ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।

ফারাহ কয়েক বছর ধরে সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে উত্তর পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালটির আইসিইউতে ১০ দিনের চিকিৎসার পর হার মানেন। মঙ্গলবার (২৪ মার্চ) তিনি চলে যান না ফেরার দেশে।

সত্তর ও আশির দশকে সোমালিয়ার ফুটবলে আব্দুল কাদির মোহাম্মদ ফারাহ ছিলেন জাতীয় তারকা। ১৯৬১ সালে বেলডওয়েনে শহরে জন্মগ্রহণ করেন তিনি। ফারাহ সোমালিয়ার স্কুল ফুটবল থেকে লিগের সর্বোচ্চ পর্যন্ত খেলেছেন। সোমালিয়ার ফুটবলকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে বড় অবদান রয়েছে এ তার।

আব্দুল কাদির মোহাম্মদ ফারাহর মৃত্যুতে সোমালিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দিকানি সাঈদ আরব গভীর শোক প্রকাশ করেছেন।

সাবেক এ তারকা ফুটবলারের মৃত্যুতে বুধবার (২৫ মার্চ) থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সোমালি ফুটবল ফেডারেশন।



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক নতুন করে আয়োজনে কাজ শুরু করেছে জাপান

অলিম্পিক নতুন করে আয়োজনে কাজ শুরু করেছে জাপান

এখনই স্থগিত হচ্ছে না সিপিএল

এখনই স্থগিত হচ্ছে না সিপিএল

করোনায় আক্রান্ত আটালান্টার গোলরক্ষক

করোনায় আক্রান্ত আটালান্টার গোলরক্ষক

করোনায় চিকিৎসায় স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে ফুটবল ক্লাব

করোনায় চিকিৎসায় স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে ফুটবল ক্লাব