আটালান্টা ক্লাবে প্রথম খেলোয়াড় হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন গোলরক্ষক মার্কো স্পোর্টিয়েলো। ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আটালান্টার নিকবর্তী বারগামো শহরে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ধরা পড়েছে। আটালান্টার ব্যাক-আপ গোলরক্ষক স্পোর্টিয়েলো ইতালিতে প্রথম লেগের ম্যাচ খেলেননি। তবে মেস্তালায় দর্শকশূন্য স্টেডিয়ামে তিনি মূল একাদশে খেলেছিলেন।
চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচের পরপরই ভ্যালেন্সিয়ার বেশ কিছু খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ অস্তিত্ব ধরা পড়ে।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪ লাখ ৩৯ হাজার ৬৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ৭৪৪ জন মারা গেছেন। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৮২০ জন মারা গেছেন। এছাড়া বিশ্বে ১ লাখ ১১ হাজার ৯৪১ জন চিকিৎসার মাধ্যমে ভালো হয়েছেন।