করোনায় চিকিৎসায় স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে ফুটবল ক্লাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৪ মার্চ ২০২০
করোনায় চিকিৎসায় স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে ফুটবল ক্লাব

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার্থে নিজেদের স্টেডিয়ামগুলো অস্থায়ী হাসপাতাল হিসেবে ছেড়ে দিয়েছে ব্রাজিলের শীর্ষ কয়েকটি ফুটবল ক্লাব।

দেশটিতে সবধরনের ফুটবল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাও পাওলো ও রিও ডি জেনিরোর মত জনবহুল শহরগুলোতে এ কঠিন সময়ে হাসপাতালের বেডের সঙ্কট হতে পারে বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্টেডিয়াম ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো তাদের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যেই বুঝিয়ে দিয়েছে। ক্লাবটি সভাপতি রোডোলফো লানডিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো জানিয়েছে, শহরের হাসপাতালগুলোতে চাপ কমানোর লক্ষ্যে প্যাকাম্বু মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ২০০ বেড স্থাপন করা হয়েছে।

করিন্থিয়াস জানিয়েছে, তারা ইটাকুয়েরাও স্টেডিয়াম ও তাদের অনুশীলন হেডকোয়ার্টার করোনার চিকিৎসার জন্য প্রস্তুত রেখেছে। সান্তোসও তাদের ভিলা বেলরিমো স্টেডিয়ামটি প্রস্তুত করে ফেলেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক নিয়ে অনড় অবস্থান ভাঙলো জাপান

অলিম্পিক নিয়ে অনড় অবস্থান ভাঙলো জাপান

ফুটবলে থেমে আছে দলবদল, বাড়ছে অনিশ্চয়তা

ফুটবলে থেমে আছে দলবদল, বাড়ছে অনিশ্চয়তা

ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে জকোভিচ-ফেদেরারের আহ্বান

ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে জকোভিচ-ফেদেরারের আহ্বান

মেসিদের বেতন কাটবে বার্সেলোনা

মেসিদের বেতন কাটবে বার্সেলোনা