মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার ইফেনাই জর্জের (২৬) মৃত্যু হয়েছে। লিগ বন্ধ থাকায় বাড়ি ফিরছিলেন তিনি।
নাইজেরিয়ান শহর লাগোস থেকে এনুগু যাওয়ার পথে তার গাড়িটি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জর্জের মৃত্যু হয়।
করোনাভাইরাসের কারণে নাইজেরিয়ান প্রিমিয়ার ফুটবল লিগ বন্ধ হয়ে যাওয়ায় জর্জ এনুগু রেঞ্জার্স ক্লাব ছেড়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তবে তার আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না।
২০১৭ সালের আগস্টে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে বেনিনের বিপক্ষে দুই লেগের ম্যাচে নাইজেরিয়াকে প্রতিনিধিত্ব করেছেন জর্জ।
নাইজেরিয়ার প্রিমিয়ার লিগে ৩৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন রেঞ্জার্স।