করোনায় আক্রান্ত পাওলো মালদিনি ও তার ছেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২২ মার্চ ২০২০
করোনায় আক্রান্ত পাওলো মালদিনি ও তার ছেলে

ফাইল ছবি

করোনাভাইরাসের কবলে পরে এখন অবদি সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গিয়েছে ইতালিতে। সারা বিশ্বের ক্রীড়াঙ্গনের মত কালো ছায়া নেমে এসেছে ইতালির ক্রীড়াঙ্গনেও। ড্যানিয়েল রুগানি, ব্লেইস মাতুইদি ও পাওলো দিবালার পর করোনায় আক্রান্ত হলেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি। তিনি ছাড়াও আক্রান্ত হয়েছেন তার ছেলে ড্যানিয়েল।

পাওলো মালদিনি ইতালির এসি মিলানের খেলোয়াড়। চলতি বছর এসি মিলানেই অভিষেক হয়েছে তার ছেলে ড্যানিয়েলের। পাওলো মালদিনি ও তার ছেলের দেহে করোনাভাইরাসে পজেটিভ প্রমাণিত হয়েছে। তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এসি মিলান।

এসি মিলান বিবৃতিতে জানায়-‘করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসে পাওলো মালদিনিও এই সমস্যায় পড়েন। শনিবার ২১ মার্চ তার রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। একই ফলাফল এসেছে তার ছেলে ড্যানিয়েলের ক্ষেত্রেও।

তবে দুজনেই এখনো শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের এখন দু’সপ্তাহের বেশি সময় পুরোপুরি সঙ্গরোধ হিসেবে কাটাতে হবে। সেই সঙ্গে যথাযথ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে উঠার জন্য প্রয়োজনে তাদের সঙ্গরোধের সময়টা আরো বাড়ানো হতে পারে।’

৫১ বছর বয়সী পাওলো মালদিনি এখন এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টরের পদে রয়েছেন। ইতালি এবং এসি মিলানের ফুটবল ইতিহাসে রক্ষণভাগের সেরা ফুটবলার মানা হয় মালদিনিকে। ইতালির ফুটবল লিগ সেরি এ তে পাওলো মালদিনি রেকর্ড ৬৪৭টি ম্যাচ খেলেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেলেও নাম পরিবর্তন করবে না ইউরো

পিছিয়ে গেলেও নাম পরিবর্তন করবে না ইউরো

বান্ধবীসহ করোনায় আক্রান্ত পাওলো দিবালা

বান্ধবীসহ করোনায় আক্রান্ত পাওলো দিবালা

করোনায় আক্রান্ত ম্যানইউয়ের সাবেক তারকা

করোনায় আক্রান্ত ম্যানইউয়ের সাবেক তারকা

করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু