উহান শহর থেকে কোরোনাভাইরাসের উৎপত্তি হলেও চীনে কোন ক্রীড়াবিদ আক্রান্ত হয়নি। তবে এবার আর সে রক্ষাও হলো না। চীনের ক্লাব শানডং লুনেংয়ে খেলতে যাওয়া বেলজিয়ান তারকা মারুয়ান ফেলাইনি করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরই ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ) থেকে শানডং লুনেংয়ে যোগ দিয়েছিলেন তিনি।
চীনে ক্রমেই কমে যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েকদিনে চীনে নতুন করে আর কেউ আক্রান্ত হননি। সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। শহরের মানুষের চলাচল ঠেকাতে যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল তাও এখন কমে গেছে এমনকি তল্লাশি চৌকিগুলোও সরিয়ে নেয়া হচ্ছে।
গত মৌসুমে শানডং লুনেং-য়ে যোগ দিয়ে ১৩ গোল করেছিলেন ফেলাইনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে গেছেন সাড়ে পাঁচ বছর। বেলজিয়াম জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচ খেলে ১৮ গোল ফেলাইনির। শানডং-য়ে সতীর্থ হিসেবে পেয়েছিলেন সাবেক সাউদাম্পটন স্ট্রাইকার গ্রাজিয়ানো পেলে কে।
এদিকে এসপানিওলের চীনা তারকা উ লেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। উ লেই এর কারণেই চীনে মেসি-রামোসদের লা লিগার জনপ্রিয়তা বেড়েছিল। যদিও উ লেই ঘোষণা দিয়েছেন, তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। শুধু উ লেই-ই নন, এসপানিওনের আরও ছয় জন খেলোয়াড়-কর্মকর্তা আক্রান্ত হয়েছেন করোনায়। এত দিন তাঁদের নাম প্রকাশ করা হয়নি।