প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ মারা গেছেন। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত গ্যালাকটিকেদর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
লরেঞ্জো জ্বর থেকে সেরে উঠতে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সঙ্গে এ স্প্যানিশের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ৭৬ বছর বয়সে সাঞ্জ শনিবার (২১ মার্চ) মৃত্যুবরণ করলেন। কোভিড-১৯ রোগের উচ্চ পর্যায়ে ছিলেন তিনি।
সাঞ্জ ১৯৪৩ সালে মাদ্রিদেই জন্মগ্রহণ করেন। আর স্প্যানিশ জায়ান্ট দলটিতে রামোন মেনদোজা প্রশাসনের অধীনে পরিচালক থাকার পর ১৯৯৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
লরেঞ্জোর সময় রিয়াল দু’টি ইউরোপিয়ান কাপ জেতে। এছাড়া ঘরোয়া সফলতাও পায় দলটি। তবে ২০০০ সালে ক্লাব নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের কাছে হেরে যান তিনি।