দলের ১৫ খেলোয়াড়ই করোনায় আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৯ মার্চ ২০২০
দলের ১৫ খেলোয়াড়ই করোনায় আক্রান্ত

ফাইল ছবি

করোনার আতঙ্কে আতঙ্কিত পুরো পৃথিবী। করোনার প্রভাবে থেমে গেছে ক্রীড়াজগত। চীনের উহান প্রদেশ থেকে শুরু হলেও এখন ১৭০ এর অধিক দেশে ছড়িয়ে গেছে। এবার লা লিগার এক দলের ১৫ জনের মাঝে মিললো কোভিড-১৯ পজিটিভ।

লা লিগার ফুটবল ক্লাব আলাভেসের ১৫ খেলোয়াড়ের দেহে করোনভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবরটি স্প্যানিশ ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে মূল দলের রয়েছেন ৩ জন খেলোয়াড়।

আলাভেস জানিয়েছে খেলোয়াড়রা ছাড়াও সাতজন কোচিং স্টাফের দেহেও এই ভাইরাস পজিটিভ এসেছে। তবে আক্রান্ত সকলের শারিরীক অবস্থা স্থিতিশীল আছে বলে ক্লাবটি জানিয়েছে।

গত ৬ মার্চ আলাভেস তাদের ঘরের মাঠে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল। ঐ সময় থেকে এখন পর্যন্ত ভ্যালেন্সিয়া ক্লাবের প্রায় ৩৫ শতাংশের দেহে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ৯ হাজার ৩৫৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ। এছাড়া তাদের মধ্যে ৮৬ হাজার ২৫৪ জন ভালো হয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ব্রাজিলিয়ান ফুটবলার

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ব্রাজিলিয়ান ফুটবলার

করোনা আক্রান্ত ইতালির জন্য ইব্রার ভিন্ন রকম উদ্যোগ

করোনা আক্রান্ত ইতালির জন্য ইব্রার ভিন্ন রকম উদ্যোগ

মেসিকে ‘লাথি মারতেন’ ব্রাজিলের ফুটবলাররা

মেসিকে ‘লাথি মারতেন’ ব্রাজিলের ফুটবলাররা

পিছিয়ে গেল কোপা আমেরিকাও

পিছিয়ে গেল কোপা আমেরিকাও