করোনার আতঙ্কে আতঙ্কিত পুরো পৃথিবী। করোনার প্রভাবে থেমে গেছে ক্রীড়াজগত। চীনের উহান প্রদেশ থেকে শুরু হলেও সবচেয়ে সংকটময় অবস্থায় পড়েছে ইতালি। চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭৮ জন মানুষ মারা গেছে ইতালিতে। ইতালির এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন এসি মিলানের সুইডিস তারকা ফুটবলার জ্বলাতান ইব্রাহিমোভিচ।
ইতালির এমন সংকটময় পরিস্থিতি সামাল দিতে সাহায্য সংগ্রহের ক্যাম্পেইন শুরু করেছেন ইব্রাহিমোভিচ। সাহায্য সংগ্রহের ক্যাম্পেইনের নাম দিয়েছেন ‘কিক দ্য করোনাভাইরাস’ যার বাংলা অর্থ ‘করোনাভাইরাসকে লাথি মেরে উড়িয়ে দিন’। এই ক্যাম্পেইনের লক্ষ্য মাত্রা ১ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৯৩ কোটি টাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় ইব্রাহিমোভিচ বলেন, ‘ইতালি আমাকে সবসময়ই অনেক বেশি দিয়েছে। এখন একটা নাটকীয় সময়। আমি এখন এ দেশটাকে কিছু ফিরিয়ে দিতে চাই।’
তিনি আরও যোগ করেন যে, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে কাজ করবো এবং মানবিক হাসপাতালগুলোর জন্য সাহায্য সংগ্রহ করবো। এ ব্যাপারে আমি আমার যোগাযোগ ক্ষমতাটা ব্যবহার করবো যাতে করে বার্তাটা সবাই পায়। এটা সাধারণ কোনো ভিডিও নয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমি সবার ভেতরের মানবিকতার দিকে তাকিয়ে আছি। যাতে করে কিক মেরে ভাইরাসটি উড়িয়ে দেয়া যায়। আমরা সবাই মিলে হাসপাতালগুলোর জন্য দারুণ কিছুই করতে পারবো। এছাড়া যেসব ডাক্তার, নার্স তাদের জীবনের পরোয়া না করে আমাদের সেবা দিয়ে যাচ্ছে- তাদের জন্যও কিছু করা উচিৎ।’
এক মিলিয়ন ইউরো দিয়ে তিনি কিভাবে কাজে লাগাবেন তা তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘সকলের ছোট ছোট সাহায্যগুলোই একসঙ্গে অনেক বড় হবে। আমরা মিলান, বারগামো, কাস্তেলাঞ্জা ও তুরিনের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ারের জন্য দান করবো সব টাকা। এছাড়া প্রয়োজনীয় সরঞ্জামাদি যেমনঃ ফার্স্ট এইড, মাস্ক, গাউন এবং প্রটেক্টিভ গিয়ার কিনে দেবো। সবার সাহায্য নিয়ে এই খেলায় আমরা জয়ী হতে পারি।’