পিছিয়ে গেল কোপা আমেরিকাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ এএম, ১৮ মার্চ ২০২০
পিছিয়ে গেল কোপা আমেরিকাও

করোনার আতঙ্কে আতঙ্কিত পুরো বিশ্ব। চীনের উহান শহরে উৎপত্তি হলেও ক্রমেই তা ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে। করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাচ্ছে একের পর এক টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবার পিছিয়ে গেল লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের  লড়াই কোপা আমেরিকা ২০২০ ।

করোনার ঝুঁকি এড়াতে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পিছিয়ে দেয়া হয় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ২০২০। এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।

কোপা আমেরিকা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, ‘করোনাভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

তিনি আরও জানান, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।

এর আগে দুই আয়োজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় আগামী ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা হওয়ার কথা ছিল।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার

করোনায় আক্রান্ত ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার

পিছিয়ে গেল ইউরো ২০২০

পিছিয়ে গেল ইউরো ২০২০

ভ্যালেন্সিয়ার সাথে খেলে কোয়ারেন্টাইনে আটালান্টা

ভ্যালেন্সিয়ার সাথে খেলে কোয়ারেন্টাইনে আটালান্টা

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ