করোনার আতঙ্ক যেন কমছেই না। বরং একটু একটু করে ক্রমশই বেড়ে চলেছে করোনার প্রভাব। করোনার প্রভাবে স্থমিত পুরো ক্রীড়াঙ্গন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।
করোনারভাইরাসের প্রভাবে আতঙ্কিত সবাই। করোনাটা যেন ইতালির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের কারণে ইতালির সকল প্রকার শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রথমদিকে দর্শকহীন মাঠে হলেও পরবর্তীতে বন্ধ করে দেয়া হয় সকল প্রকার খেলাধুলা।
ড্যানিয়েল রুগানি আক্রান্ত হওয়ার পর ধারণা করা হচ্ছিল দলের আরও অনেকে আক্রান্ত। অবশেষে সেই ধারণাই সত্যি হলো। ড্যানিয়েল রুগানির পর জুভেন্টাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।
মাতুইদির আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। জুভেন্টাস তাদের এক বিবৃতিতে বলেন, মাতুইদি করোনায় আক্রান্ত হলেও ভালো আছেন এবং ভাইরাসের উপসর্গ তেমনভাবে পরিলক্ষিত হচ্ছে না।
করোনার প্রভাবে বন্ধ হয়ে আছে লা লিগা, ইপিএল ও ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ। করোনার কারণে এখন পর্যন্ত ইতালিতে মারা গিয়েছে ২৫০৩ জন আর আক্রান্ত হয়েছেন অন্তত ৩১,৫০৬ জন।