পিছিয়ে গেল ইউরো ২০২০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ১৭ মার্চ ২০২০
পিছিয়ে গেল ইউরো ২০২০

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ইউরো-২০২০। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২১ সালে। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা মঙ্গলবার (১৭ মার্চ) এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছে।

চলতি বছরের ১২ জুন থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো-২০২০। তবে পুরো বিশ্ব তথা ইউরোপ জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আসন্ন এ আসরটি স্থগিত করতে বাধ্য হয়েছে উয়েফা। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই।

করোনাভাইরাসের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসেছিল উয়েফার ৫৫টি দেশের ফুটবল ফেডারেশন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ও ইউরোপিয়ান লিগগুলো। সেখানেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউরোর আগামী আসর একটু ভিন্ন আঙ্গিকে ১২টি দেশের ১২টি শহরে অনুষ্ঠিত হবে। শহরগুলো হলো- আমস্টারডাম, বাকু, বিলবাও, বুদাপেস্ট, বুখারেস্ট, কোপেনহেগেন, ডাবলিন, গ্লাসগো, লন্ডন, মিউনিখ, রোম ও সেন্ট পিটার্সবার্গ।

এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লন্ডনে। তবে এক বছর পিছিয়ে দিলেও ফরম্যাটে কোন পরিবর্তন আনেনি উয়েফা।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভ্যালেন্সিয়ার সাথে খেলে কোয়ারেন্টাইনে আটালান্টা

ভ্যালেন্সিয়ার সাথে খেলে কোয়ারেন্টাইনে আটালান্টা

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ

চীনে ফিরলো উহান ফুটবল দল

চীনে ফিরলো উহান ফুটবল দল

করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ালেন পগবা

করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ালেন পগবা