পৃথিবীর আকাশটায় মেঘ জমে আছে, পৃথিবীটা থমকে গেছে, নীরবে কেড়ে নিচ্ছে হাজারও মানুষের প্রাণ। চীনের করোনাভাইরাস থামিয়ে দিয়েছে প্রাণোঞ্চল ক্রীড়াঙ্গনকে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে একে একে ঝরে যাচ্ছে শত শত প্রাণ। করোনার থাবায় এবার প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ ফ্রান্সিসকো গার্সিয়া।
স্বপ্ন ছিল একদিন নামকরা কোচ হবেন। তাই তো ফুটবল খেলোয়াড় না হয়ে পথ হেটেঁছিলেন একজন কোচ হিসেবে। সেই পথটা যে মসৃণ হতে দিল না প্রাণঘাতি করোনাভাইরাস।
করোনায় আক্রান্ত হওয়ার কারণে তাকে নেওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা পরীক্ষা করে দেখতে পান তার দেহে করোনাভাইরাস ছাড়াও রয়েছে লিউকোমিয়ার সমস্যা। আর তাতেই ঘটলো বিপত্তি। করোনা আর লিউকোমিয়ার সমস্যা জুটি বেঁধে কেড়ে নেয় তরুণ এ ফুটবল কোচের প্রাণ।
গার্সিয়া ২০১৬ সাল থেকেই কাজ করতেন মালাগাভিত্তিক ক্লাব অ্যাটলেটিকো পোর্টাডা আল্টার সঙ্গে। অর্থ্যাৎ, ১৭ বছর বয়স থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত গার্সিয়া। ক্লাবটির জুনিয়র দল পরিচালনা করতেন তিনি।
স্পেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ৩শ’রও বেশি ব্যক্তি মারা গেছেন। মালাগা অঞ্চলে মৃতদের মধ্যে গার্সিয়া হলেন ৫ম ব্যক্তি। মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন গার্সিয়া।
ডাক্তাররা অনেক চেষ্টার পরও রক্ষা করতে পানেননি তার জীবন। ডাক্তারদের দাবি, লিউকোমিয়ায় আক্রান্ত না হলে হয়তো বেঁচে যেতেন গার্সিয়া।