স্পেনসহ সারা ইউরোপ জুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা নিজ নিজ ঘরে কোয়ারেন্টাইনে আছেন। আর এই সময়ের মধ্যে নিজেকে ফিট রাখার জন্য প্রত্যেকেই ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন।
লিগা এসিবিতে খেলা রিয়াল মাদ্রিদের মার্কিন খেলোয়াড় ট্রেয় টম্পকিন্সের দেহে করোনাভাইরাস পজিটিভ আসায় বৃহস্পতিবার (১২ মার্চ) গ্যালাকটিকোদের মূল দলকে ভালেদেবেবাস থেকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে রাফায়েল ভারানে ও লুকাস ভাসকুয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িতে অনুশীলনের ছবি পোস্ট করেছেন।
এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃবিতে বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহ রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়রা অবশ্যই বাড়িতে থাকবে এবং এরপর অনুশীলন শুরু হলে খেলোয়াড়রা যাতে ফিট থাকে সেটা নিশ্চিত করতে হবে।
মূলত খেলোয়াড়দের প্রত্যেকের বাড়িতেই নিজস্ব জিম রয়েছে। যে কারণে ফিটনেস ধরে রাখতে কার্যত তাদের কারোরই অসুবিধা হওয়ার কথা নয়।
বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা মাদ্রিদ তারকা করিম বেনজেমা ইন্সটাগ্রামে ঠাট্টা করে বলেছেন, ‘কোয়ারেন্টাইনে থাকাটা সত্যিই কঠিন। আমার আসলে বাসায় কিছুই করার নেই।’