করোনায় আক্রান্ত সাম্পদোরিয়ার সাত ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৫ মার্চ ২০২০
করোনায় আক্রান্ত সাম্পদোরিয়ার সাত ফুটবলার

ফাইল ছবি

ইতালিয়ান সিরি আ’র অন্যতম ক্লাব সাম্পদোরিয়ার সাত ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। যার প্রভাব এবার দেশটির ক্রীড়াঙ্গনেও ভয়াবহভাবে ছড়িয়ে যাচ্ছে।

স্প্যানিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সাম্পদোরিয়ার সর্বশেষ আরও দুই ফুটবলার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- ইতালির মিডফিল্ডার ফাবিও দেপাওলি ও পোল্যান্ডের ডিফেন্ডার বার্তোশ বেরেজিনস্কি।

১৯৯০-৯১ মৌসুমে সিরি আ’র শিরোপা জেতা সাম্পদোরিয়ার খেলোয়াড়দের মধ্যে তারকা ইতালিয়ান ফরোয়ার্ড মানোলো গাব্বিয়াদিনির শরীরে সবার আগে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরবর্তীতে ক্লাবটির আরও চার খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত হন।

এছাড়া সাম্পদোরিয়ার ক্লাবের চিকিৎসক আমেদেও বালদারিওসহ গাম্বিয়ান ডিফেন্ডার ওমার কোলি, সুইডিশ মিডফিল্ডার আলবিন একদাল, নরওয়েজিয়ান মিডফিল্ডার মর্টেন থর্সবি ও ইতালিয়ান ফরোয়ার্ড আন্তোনিও লা গুমিনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে সাম্পদোরিয়াতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ঘটেছে। এছাড়া আরেক জনপ্রিয় ক্লাব ফিওরেন্তিনার আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান পেজ্জেয়া ও ইতালিয়ান ফরোয়ার্ড প্যাত্রিক কুত্রোনেও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার চিকিৎসায় নিজের হোটেলগুলো হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

করোনার চিকিৎসায় নিজের হোটেলগুলো হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

কোয়ারেন্টাইনে থেকে যা বললেন মেসি

কোয়ারেন্টাইনে থেকে যা বললেন মেসি

আন্তর্জাতিক সব ফুটবল ম্যাচ বন্ধের পক্ষে ফিফা

আন্তর্জাতিক সব ফুটবল ম্যাচ বন্ধের পক্ষে ফিফা

বুন্দেসলিগায় করোনার থাবা

বুন্দেসলিগায় করোনার থাবা