করোনাভাইরাসের আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। করোনাভাইরাসের কারণে নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকার পর এবার এ ভাইরাস মোকাবেলায় অনন্য নজির স্থাপন করতে চলেছেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যক্তিগত দুটি বিলাসবহুল হোটেলকে হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দিচ্ছেন তিনি।
স্পেনের শীর্ষস্থানীয় দৈনিক মার্কারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালে রোনালদোর দুটি বিলাসবহুল হোটেল রয়েছে যা সোমবার (১৬ মার্চ) থেকেই ব্যবহৃত হবে হাসপাতাল হিসেবে। পর্তুগালের করোনাভাইরাস আক্রান্ত মানুষ সেখান থেকে বিনামূল্যে সেবা নিতে পারবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, পর্তুগালের লিসবন এবং মাদেইরাতে রোনালদোর দুটি পেস্তানা হোটেল রয়েছে। এ দুটিকেই পরিণত করা হবে অস্থায়ী হাসপাতালে। সেখানে রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। হাসপাতাল দুটির যাবতীয় খরচ বহন করবেন রোনালদো নিজেই। এমনকি চিকিৎসক ও নার্সসহ সবার খরচও তিনি একাই বহন করবেন।
বর্তমানে নিজ জন্মস্থান মাদেইরাতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাগত কারণে ইতালিতে থাকতেন তিনি। তবে দেশটিতে অতিমাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছে সিরি আ লিগ। এরই মধ্যে সিআর সেভেনের সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসের পরীক্ষায় পাস করে নিজে আপাতত সুস্থ থাকলেও রোনালদোর দেশ পর্তুগালেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। তাই দেশের মানুষের কথা চিন্তা করে এমন অনন্য উদ্যোগ নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
লিসবন এবং মাদেইরার দুটি হোটেলই পর্তুগালের অন্যতম খরুচে ও বিলাসবহুল দুই হোটেল।