ফরাসি দুই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ১৫ মার্চ ২০২০
ফরাসি দুই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত

ফরাসি ফুটবলার হিসেবে প্রথম দুইজনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। শুক্রবার করোনভাইরাস শনাক্ত হওয়া ওই দুই ফুটবলারই দ্বিতীয় বিভাগের ক্লাব ট্রয়েসের।

টুইট বার্তায় ক্লাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ‘সিনিয়র দলের একজন ও একাডেমি দলের একজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন।’

টুইট বার্তায় আরও বলা হয়, ‘আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়ার সাথে সাথে তাদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ইতোমধ্যে পুরো ক্লাবকেও মেডিকেল পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ফরাসি লিগ ওয়ান ও দ্বিতীয় টায়ারের সব ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যে ফরাসি ওই দুই ফুটবলারের আক্রান্তের খবর আসলো।



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক সব ফুটবল ম্যাচ বন্ধের পক্ষে ফিফা

আন্তর্জাতিক সব ফুটবল ম্যাচ বন্ধের পক্ষে ফিফা

শঙ্কামুক্ত রোনালদো

শঙ্কামুক্ত রোনালদো

বুন্দেসলিগায় করোনার থাবা

বুন্দেসলিগায় করোনার থাবা

দিবালার শরীরে করোনা শনাক্ত

দিবালার শরীরে করোনা শনাক্ত