আন্তর্জাতিক সব ফুটবল ম্যাচ বন্ধের পক্ষে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৪ মার্চ ২০২০
আন্তর্জাতিক সব ফুটবল ম্যাচ বন্ধের পক্ষে ফিফা

করোনাভাইরাসের কারণে মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত সব ধরনের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়ার বিষয়ে সুপারিশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

কিছু কিছু ম্যাচ বন্ধের ঘোষণা আসলেও পুরোপুরি বন্ধের কোন বার্তা এখনো ফিফা থেকে দেওয়া হয়নি। তবে মার্চ-এপ্রিলে ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছেড়ে দেওয়ার ব্যপারে আপত্তি জানাতে পারে বলে ফিফা মত দিয়েছে।

ফিফা আরও জানায়, ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাতিল হয়ে যাওয়া ম্যাচগুলোর তারিখ পুনর্নির্ধারণে তারা কাজ শুরু করেছে।

সাধারণত জাতীয় দলের জন্য ক্লাবগুলোর ক্ষেত্রে খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার আইন রয়েছে। তবে এ আইন সাময়িকভাবে শিথিল করা হয়েছে বলে ফিফা সূত্র নিশ্চিত করেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ তথ্যানুযায়ী ৫ হাজার ৪২৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৩৮। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ১৬৯ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বুন্দেসলিগায় করোনার থাবা

বুন্দেসলিগায় করোনার থাবা

শঙ্কামুক্ত রোনালদো

শঙ্কামুক্ত রোনালদো

দিবালার শরীরে করোনা শনাক্ত

দিবালার শরীরে করোনা শনাক্ত

ফার্নান্দিনহোকে বিশাল অংকের জরিমানা

ফার্নান্দিনহোকে বিশাল অংকের জরিমানা