ভূয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ভ্রমণের জন্য আপাতত প্যারাগুয়ের কারাগারে আছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। তবে জেলে গিয়েও মেতে আছেন ফুটবল নিয়ে আর কারাগারে ফুটসাল টুর্নামেন্ট খেলে জিতেছেন শিরোপাও।
হোটেল রুমে তল্লাশি করে তাদের (তার ভাইসহ) কাছে ভূয়া কাগজপত্র ও জাল পাসপোর্ট পায় দেশটির পুলিশ। দেশটির একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে সেখানে গিয়েছিলেন। পরে কর্মকর্তারা হোটেলে কাগজপত্র পরীক্ষা করতে গেলে তাদের কাছে জাল পাসপোর্ট পায়।
তবে রোনালদিনহো এবং তার ভাই নিজেদের দোষ স্বীকারও করেছেন। তবে দোষ স্বীকারের পাশাপাশি রোনালদিনহো দাবি করেছেন, তারা আসলে প্রতারণার শিকার। ব্রাজিলের বৈধ পাসপোর্ট নিয়েই প্যারাগুয়েতে গিয়েছেন তারা। কিন্তু প্রতারক চক্র চালাকি করে তাদের হাতে প্যারাগুয়ের জাল পাসপোর্ট ধরিয়ে দিয়েছে।
রোনালদিনহোর মতো ফুটবলারকে দলে পেতে শুরু হয় কাড়াকাড়ি। একপর্যায়ে নিয়ম করা হয়, কোনো গোল করতে পারবেন না রোনালদিনহো তবে খেলা শুরু হওয়ার পরোক্ষণেই শর্ত ভুলে যায় সবাই। পাঁচজনের দলের এই প্রতিযোগিতায় ১১-২ গোলে জেতে রোনালদিনহোর দল। ১১ গোলের মাঝে একাই করেছেন ৫ গোল। আর দলের বাকি ছয় গোলেও করেছেন অ্যাসিস্ট।