বুন্দেসলিগায় করোনার থাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৪ মার্চ ২০২০
বুন্দেসলিগায় করোনার থাবা

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে স্থবির ক্রীড়াঙ্গন। ইতালিয়ান ক্লাব পেরিয়ে করোনাভাইরাস এবার আঘাত হেনেছে জার্মান ক্লাব প্যাডারবোর্নে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মান বুন্দেসলিগার দল প্যাডারবোর্নের লুকা কিলিয়ান, যিনি কি না বুন্দেসলিগায় আক্রান্ত প্রথম ফুটবলার।

বুন্দেসলিগায় ফরচুনার বিপক্ষে মাঠে নামার আগে কিলিয়ানের শরীরে করোনাভাইরাস ধরে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে কিলিয়ানের ক্লাব প্যাডারবোর্ন।

এক বিবৃতিতে প্যাডারবোর্ন জানিয়েছে যে, শুক্রবার করোনাভাইরাস পরীক্ষা শেষে দলের ম্যানেজার স্টিফেন বোমগার্ট নিরাপদ থাকলেও সেন্ট্রাল ডিফেন্ডার লুকা কিলিয়ানের রিপোর্ট পজিটিভ এসেছে। ইনজুরির কারণে গত কয়েক সপ্তাহ তিনি মাঠে নামেননি।

দলো আর কেউ আক্রান্ত হওয়ার তথ্য মিলেনি তবে দলের আর কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য শনিবার সবাইকে করোনা টেস্ট করানো হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫ জন ফুটবলারের করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছে ইতালিয়ান সিরি আ'র দল সাম্পাদোরিয়ায়।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফার্নান্দিনহোকে বিশাল অংকের জরিমানা

ফার্নান্দিনহোকে বিশাল অংকের জরিমানা

শঙ্কামুক্ত রোনালদো

শঙ্কামুক্ত রোনালদো

গোল উৎসব করে শেষ আটের পথে ম্যানইউ

গোল উৎসব করে শেষ আটের পথে ম্যানইউ

করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ

করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ