ড্যানিয়েল রুগানি আক্রান্ত হওয়ার পর একদিনের ব্যবধানেই করোনায় আক্রান্ত হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তবে এখনও সঠিক খবর পাওয়া যায়নি...
দলের ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। একদিন আগেই ক্লাবের পক্ষ থেকে রুগানির করোনাতে আক্রান্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল। যেহেতু রুগানির শেষ ম্যাচ ছিল ইন্টার মিলানের বিপক্ষে তাই জুভেন্টাস ও ইন্টার-উভয় দলকেই রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইনে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর পাওলো দিবালাসহ একাধিক তারকাকে কোয়ারেন্টাইনে রেখেছেন ক্লাব।
আন্দ্রেস আগুলা নামের এক সাংবাদিক পাওলো দিবালার আক্রান্ত হওয়ার গুঞ্জনটা মিথ্যা বলে দাবি করেছেন। এক টুইট বার্তায় আগুলা লিখেন, করোনাভাইরাস নিয়ে যোগাযোগ করলে আর্জেন্টাইন ফরওয়ার্ড দিবালা জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসির ফরোয়ার্ড হাডসন ওডোই ও আর্সেনালের কোচ মিকেল আর্তোতা করোনাভাইরাসে আক্রান্ত হন। বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
এ ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দলের খেলোয়াড়দের নিজস্ব আইসোলোশনে রাখা হবে।
এদিকে করোনার কারণে চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি স্থগিত করা হয়েছে। আইসোলশনে রয়েছেন রিয়াল মাদ্রিদের সব ফুটবলার।