করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৩ মার্চ ২০২০
করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ক্রীড়াক্ষেত্র যেন এখন নড়বড়ে অবস্থায়। বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ ও আন্তর্জাতিক টুর্নামেন্ট।করোনায় আক্রান্ত হয়েছেন বহু মানুষ আর খেলোয়াড় হিসেবে রুগানি। কোচ হিসেবে এবার করোনায় আক্রান্ত হলেন আর্সেনালের হেড কোচ মাইকেল আর্তেতা।

করোনাভাইরাস পরীক্ষায় তিনি পজিটিভ হওয়ার পর আর্সেনাল বনাম ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মধ্যকার শনিবারের ম্যাচ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ক্লাব আর্সেনাল।

এরইমধ্যে অনুশীলন গ্রাউন্ড রুদ্ধদ্বার করেছে গানাররা। যেসব খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা আর্তেতার সংস্পর্শে এসেছিলেন তারা তার থেকে নিজেদের দূরে রেখেছেন।

করোনা সংক্রমণ নিয়ে ৩৭ বছর বয়সী এ কোচ বলেন, এটা রীতিমতো হতাশাজনক। শারীরিকভাবে দুর্বল অনুভব করায় আমি পরীক্ষা করিয়েছিলাম।

ক্লাবের অনুমতি সাপেক্ষে খুব শিগগিরই অনুশীলনে ফেরার আশাবাদ ব্যক্ত করেন আর্তেতা। এদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি এড়াতে রুদ্ধদ্বার ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের ছোবল

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের ছোবল

স্থগিত কোপা দেল রে’র ফাইনাল

স্থগিত কোপা দেল রে’র ফাইনাল

বিশ্বকাপ বাছাইপর্ব পেছানোর দাবিতে চিঠি

বিশ্বকাপ বাছাইপর্ব পেছানোর দাবিতে চিঠি