করোনায় আক্রান্ত জুভেন্টাস ডিফেন্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ১২ মার্চ ২০২০
করোনায় আক্রান্ত জুভেন্টাস ডিফেন্ডার

ফাইল ছবি

বিশ্বের প্রায় ১শ' র অধিক দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে ক্রীড়াক্ষেত্রে বিস্তর প্রভাব পড়েছে। করোনাভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে ইতালিতে। এবার করোনায় আক্রান্ত হলেন জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি।

করোনারভাইরাসের প্রভাবে আতঙ্কিত সবাই। করোনাটা যেন ইতালির জন্য কার হয়ে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের কারণে ইতালির সকল প্রকার শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রথমদিকে দর্শকহীন মাঠে হলেও পরবর্তীতে বন্ধ করে দেয়া হয় সকল প্রকার খেলাধুলা।

ইতালিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম বড় তারকা ফুটবলার হলেন ড্যানিয়েন রুগানি। তবে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হলেও, জুভেন্টাস জানিয়েছে রুগানির শরীরে বর্তমানে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে করোনার উপসর্গগুলো। ফলে তার দ্রুত সুস্থ্যতার আশাই করছে ক্লাবটি।

রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবরটি এখনও ঠিক পরিষ্কার নয় ইতালির সংবাদমাধ্যমগুলোর কাছে। তবে ফুটবল ইতালিয়ার খবর, যেহেতু রুগানির শেষ ম্যাচ ছিল ইন্টার মিলানের বিপক্ষে তাই জুভেন্টাস ও ইন্টার- উভয় দলকেই এখন রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

বুধবার (১৮ মার্চ) জুভেন্টাসের ঘরের মাঠ তুরিনে লিওনের বিপক্ষে যে ম্যাচটি হওয়ার কথা ছিলো, সেটি স্থগিত করার কথা ভাবছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।

এদিকে করোনা শঙ্কা থেকে বাঁচতে ক্লাব থেকে ছুটি নিয়ে নিজ জন্মস্থান পর্তুগালের মাদেইরায় চলে গিয়েছেন জুভেন্টাসের সবচেয়ে বড় তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। যেহেতু সিরি আ'র খেলা স্থগিত করা হয়েছে, তাই দলের সঙ্গে অনুশীলনেও থাকছেন না তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে লিভারপুলের বিদায়

ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে লিভারপুলের বিদায়

নেইমারের গোলে কোয়ার্টার ফাইনালে পিএসজি

নেইমারের গোলে কোয়ার্টার ফাইনালে পিএসজি

বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই বার্কোসের গোলবন্যা

বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই বার্কোসের গোলবন্যা

শঙ্কামুক্ত এমবাপে

শঙ্কামুক্ত এমবাপে