ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে লিভারপুলের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ এএম, ১২ মার্চ ২০২০
ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে লিভারপুলের বিদায়

অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। সর্বশেষ মৌসুমের ফাইনালে দর্শক হয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে বিদায় নিল চ্যাম্পিয়ন লিভারপুল।

প্রথম লেগে নিজেদের মাঠে লিভারপুলকে হারিয়ে কিছুটা হলেও স্বস্তিতে ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে তবে মাঠটা যখন লিভারপুলের অ্যানফিল্ড তখন স্বস্তির সাথে কপালে চিন্তার ভাঁজ ছিলই। ম্যাচের শুরু থেকে শেষ অবদি লিভারপুলের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল অ্যাথলেটিকো।
sportsmail24
প্রথম লেগে ১ গোলে এগিয়ে থাকার স্বস্তিটাও লিভারপুল কেড়ে নিয়েছে ৪৩ মিনিটে। ৪৩ মিনিটে জর্জেনিওর গোলে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ফিরমিনোর গোলে আরও একবার স্বপ্ন ভঙের দোরগোড়ায় দাঁড়িয়ে যায় অ্যাথলেটিকো।

ফিরমিনোর গোলে উচ্ছসিত অ্যানফিল্ড আর তখন লিভারপুলের জয়ের পথটাও প্রায় মসৃণ। তবে তাদের এই মসৃণ পথটা অমসৃণ করে দেন বদলি খেলোয়াড় ইয়োরেন্তে। ৯৭ মিনিটে ইয়োরোন্তের গোলে অ্যাগরিগ্রেটে সমতায় আসে অ্যাথলেটিকো। ইয়োরোন্তের গোলে স্তব্ধ হয়ে পড়ে অ্যানফিল্ড।
sportsmail24
১০৫ মিনিটে যখন দলের হয়ে ও নিজের দ্বিতীয় গোলটি করেন তখন অ্যানফিল্ডে হাহাহাকার বইছিল৷ সালাহ- মানেরা একের পর এক আক্রমণ চালালেও ভেদ করতে পারেনি অ্যাথলেটিকোর চীনের প্রাচীর অবলাককে।

বরং শেষ মিনিটে মোরাতার গোলে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে বিদায় নিল সালাহ’র লিভারপুল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই বার্কোসের গোলবন্যা

বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই বার্কোসের গোলবন্যা

শঙ্কামুক্ত এমবাপে

শঙ্কামুক্ত এমবাপে

কোয়ারেন্টাইনে বার্সা-পিএসজির তারকা ফুটবলার

কোয়ারেন্টাইনে বার্সা-পিএসজির তারকা ফুটবলার

চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়

চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়