শঙ্কামুক্ত এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১১ মার্চ ২০২০
শঙ্কামুক্ত এমবাপে

বিশ্বের চারিদিকে করোনাভাইরাসের আতঙ্কে আতঙ্কিত মানুষ ক্রীড়া ক্ষেত্রটাও এর বাহিরে নন। সর্বশেষ কয়েকদিনে ক্রীড়া জগতে বিস্তরভাবে প্রভাব ফেলেছে করোনাভাইরাস। করোনাভাইরাস সন্দেহে পিএসজি স্ট্রাইকারকে পরীক্ষা করা হলে নেগেটিভ ফল আসে।

কয়েকদিন ধরেই অসুস্থতা অনুভব করছিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। অসুস্থতা অনুভব করার কারণে শেষ দুইদিনে অনুশীলন করেননি তিনি। চারিদিকে করোনাভাইরাস আতঙ্কে থাকায় তাকে কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা করা হলে নেগেটিভ ফল আসে। আর তাতেই স্বস্তি মিলেছে পিএসজি শিবিরে।

প্রাণঘাতী করোনাভাইরাসের ফলে ইউরোপের ফুটবল লিগগুলোতে বড় ধরণের ধাক্কাই এসেছে। এরই মাঝে ইতালির সব টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে। বুধবার (১১ মার্চ) উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচে কোনো দর্শক সমর্থন পাবেন না পিএসজির খেলোয়াড়রা। করোনাভাইরাসের কারণে ম্যাচটি দর্শকশূন্য অবস্থায় আয়োজিত হবে।

এই ম্যাচে ২১ বছর বয়সী এমবাপের খেলার সম্ভাবনা অনেকটাই কম। এর আগে প্রথম লেগের খেলায় ডর্টমুন্ডের মাঠে ২-১ ব্যবধানে হেরে এসেছে পিএসজি। তাই ঘরের মাঠে শুরুর একাদশে না হলেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

আইপিএল বন্ধের দাবিতে মামলা

আইপিএল বন্ধের দাবিতে মামলা

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’