কোয়ারেন্টাইনে বার্সা-পিএসজির তারকা ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১১ মার্চ ২০২০
কোয়ারেন্টাইনে বার্সা-পিএসজির তারকা ফুটবলার

সময়ের সাথে সাথে বেড়ে চলছে ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের প্রভাব। ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মালিক ইভানগেলোস মারিনাকিস আক্রান্তের পর আর্সেনালের বেশ কয়েকজন এবং বার্সেলোনা ও পিএসজির দুই ফুটবলারকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

ইউরোপা লিগে আর্সেনাল-অলিম্পিয়াকোসের ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন মারিনাকিস। যেহেতু মারিনাকিস করোনা-পজিটিভ হিসেবে ধরা পড়েছেন, ফলে যারা গত কয়েকদিনে তার সংস্পর্শে এসেছেন, তারা সবাই আছেন ঝুঁকিতে। ফুটবলারদের নাম প্রকাশ না করলেও তাদের যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এ খবরের সত্যতা নিশ্চিত করেছে ক্লাবটি।

আর্সেনাল ক্লাব একটি বিবৃতিতে বলে, ক্লাবটির কিছু খেলোয়াড় যাদের নাম বা পরিচয় দেয়া হবে না, তারা এখন আইসোলেশনে আছে। তারা অলিম্পিয়াকোসের মালিকের সাথে খেলা শেষ হওয়ার সাথে সাথেই দেখা করেন।

‘এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সাথে মেনে চলছি, যেখানে বলা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪ দিন আলাদা করে রাখতে হবে।’

ফ্রান্সের সংবাদমাধ্যম এল ইকুইপ বলেছে, এমিবাপের মাঝে কিছু লক্ষণ থাকায় করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা ফরোয়ার্ডকে।

এছাড়া কোয়ারেন্টাইনে রাখা হয়েছে চিলির ফুটবল তারকা অ্যালেক্সিস সানচেজ ও বার্সার আর্তুরো ভিদালকে। বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ইউরোপ থেকে দেশে ফেরার পর তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে চিলির স্বাস্থ্য মন্ত্রণালয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়

চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়

‘নিষিদ্ধ’ মেসিকে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

‘নিষিদ্ধ’ মেসিকে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

করোনায় আক্রান্ত ইংলিশ ফুটবল ক্লাবের মালিক

করোনায় আক্রান্ত ইংলিশ ফুটবল ক্লাবের মালিক

দর্শকশূন্য মাঠে চাপে থাকবে পিএসজি

দর্শকশূন্য মাঠে চাপে থাকবে পিএসজি