চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ১১ মার্চ ২০২০
চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়

ফাইল ছবি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল টটেনহ্যাম হটস্পার। জার্মান ক্লাব লিপজিগের কাছে দুই লেগেই হেরে শেষ ষোল থেকেই বিদায় নিল গতবারের রানার্স-আপরা।

এর আগে নিজেদের মাঠে প্রথম লেগ ১-০ ব্যবধানে হেরেছিল টটেনহ্যাম। শক্তির বিচারে এগিয়ে থাকায় ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল টটেনহ্যাম। তবে লিপজিগের ঘরের মাঠে পাত্তাই পায়নি টটেনহ্যাম।

প্রথম লেগে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারার পর এবার আরও বড় ব্যবধানে (৩-০) হারল দলটি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।

নিজেদের মাঠে শুরু থেকেই দাপট দেখাতে থাকে লিপজিগ। ম্যাচ শুরুর ১০ মিনিটেই এগিয়ে যায় লিপজিগ। টিমো ওয়ার্নারের পাস থেকে লক্ষ্যভেদ করেন সাবিৎজার। মিনিট দশেক পরেই গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিপজিগ।

বিরতির পর স্পার্সদের আরও চেপে ধরে স্বাগতিকরা। তবে গোল আসে ম্যাচের শেষদিকে। টটেনহ্যামের কফিনে ৮৭ মিনিটে শেষ পেরেক ঠুকে দেন এমিল ফর্সবার্গ। বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিপজিগ।



শেয়ার করুন :


আরও পড়ুন

‘নিষিদ্ধ’ মেসিকে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

‘নিষিদ্ধ’ মেসিকে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

করোনায় আক্রান্ত ইংলিশ ফুটবল ক্লাবের মালিক

করোনায় আক্রান্ত ইংলিশ ফুটবল ক্লাবের মালিক

রোনালদিনহোকে নিয়ে কারাগারে  ফুটবল টুর্নামেন্ট

রোনালদিনহোকে নিয়ে কারাগারে ফুটবল টুর্নামেন্ট

দর্শকশূন্য মাঠে চাপে থাকবে পিএসজি

দর্শকশূন্য মাঠে চাপে থাকবে পিএসজি