ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মালিক মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, খেলার মাঠে জনমাগম এবং করমর্দনের মাধ্যমেই তার শরীরে এ ভাইরাসে প্রবেশ করেছে।
ইংল্যান্ডে বেশ দ্রুত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত প্রায় ৪শ’ জন আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার মিলওয়ালের বিপক্ষে নিজের এক দল নটিংহ্যামের ম্যাচে মাঠে ছিলেন মারিনাকিস। এছাড়া ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আরেক দল অলিম্পিয়াকোসের ম্যাচেও মাঠে থেকে উপভোগ করেছেন তিনি।
নিজ দলের খেলা থাকায় ঘরে বসে থাকতে পারেননি মারিনাকিস। গ্যালারিতে সরব উপস্থিতির পাশাপাশি ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। এসবের মাঝেই কোনো এক সময় করোনায় আক্রান্ত হন এ ক্লাব প্রধান।
নটিংহ্যাম এক বিবৃতিতে জানিয়েছে, ‘করোনাভাইরাস টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন ইভানগেলোস মারিনাকিস। গ্রিসে ফেরার পর কিছু লক্ষণ প্রকাশ পেলে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে গত সপ্তাহে নটিংহ্যামে থাকার সময় তার শরীরে কোনো লক্ষণ দেখা যায়নি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মিলওয়ালের বিপক্ষে ম্যাচের আগে নটিংহ্যামের ড্রেসিং রুমে গিয়েছিলেন মারিনাকিস। সেখানে খেলোয়াড়দের সঙ্গে হাতও মেলান তিনি। ফলে এখন দলটির খেলোয়াড়দেরও শারীরিক পরীক্ষা করা হচ্ছে।