ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টার ডার্বিতে নিজেদের আধিপত্য ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে আসলো ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচে অপরাজিত রইল ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিন ম্যানচেস্টার সিটির কপালটা খারাপই বলতে হয় । বল পজিশন কিংবা পাস সবদিকেই এগিয়ে ছিল পেপ গার্দিওয়ালার শিষ্যরা, তবে গোলে সেভাবে শট নিতে পারেনি। আর তাতেই হার দেখতে হয় সিটিদের। লিভারপুলের সঙ্গে লিগের দৌড়ে টিকতে না পারা পেপ গার্দিওলার শিষ্যরা পুরো ম্যাচেই আক্রমণে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়।
৩০তম মিনিটে ফ্রি-কিক পায় ম্যানচেস্টার ইউনাইটেড আর তাতেই এগিয়ে যায় রেড ডেভিলসরা। সেখান থেকে চিপ করে সিটির ফুটবলারদের মাথার ওপর দিয়ে মার্সিয়ালের কাছে বল পাঠান ফার্নান্দেস। আর বল পেয়ে ভলি থেকে গোল করতে ভুল করেননি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। পরে ম্যাচের যোগ করা সময়ে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ম্যাকটমিনে। বল পেয়ে ৪০ গজ দূর থেকে শট নেন ম্যাকটমিনে আর তাতেই গোল পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগে ২৯ ম্যাচে ১২ জয়, ৯ ড্র ও ৮ হারে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে উঠে এসেছে ম্যানইউ। সমান ম্যাচে ৩ পয়েন্ট এগিয়ে চারে রয়েছে এভারটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করা চেলসি। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। সমান ম্যাচে ৫৭ পয়েন্টে দ্বিতীয় স্থানেই রইলো সিটি। আর ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।