লা লিগায় রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ থাকলেও তাতে ব্যর্থ জিনেদিন জিদানের শিষ্যরা।
এল ক্ল্যাসিকোতে দুর্দান্ত ফুটবল খেলে বার্সেলোনাকে হারালেও এদিন রিয়াল বেতিসের বিপক্ষে শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলতে থাকে গ্যালাকটিকোরা। আর তাতেই ২-১ ব্যবধানে হেরে পয়েন্ট হারাতে হয় পয়েন্ট টেবিলের ১২তে থাকা বেতিসের কাছে।
শুরু থেকেই দারুণ ফুটবল খেলে বেতিস তবে ১ম সুযোগটি পায় রিয়াল। ১৬ মিনিটে ভিনিসিয়াস সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। ২৮ ও ৩৬ মিনিটে নিজেদের সুযোগ ২টি কাজে লাগাতে পারেনি রিয়াল বেতিস। তবে ৪ মিনিট বাদেই সিডনির গোলে এগিয়ে যায় বেতিস।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডি বক্সে মার্সেলোকে ফাউল করে বসেন সিডনি। সুযোগ কাজে লাগিয়ে সফল স্পট কিকে সমতা আনেন করিম বেনজেমা।ফেব্রুয়ারি মাসে এটিই তার প্রথম গোল।
৫৫তম মিনিটে বেতিস ও ৬৯ মিনিটে গোলের সুযোগ মিস করে রিয়াল। তবে ৮২তম মিনিটে ম্যাচে দ্বিতীয়বার এগিয়ে যায় বেতিস। বদলি খেলোয়াড় ক্রিস্তিয়ান তেয়ো করেন বেতিসের দ্বিতীয় গোলটি। শেষ পর্যন্ত আর কেউ গোল করতে না পারলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেতিস।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে রিয়াল।