করোনাভাইরাস আতঙ্কের মধ্যে মাঠে গড়ালো জুভেন্টাস ও ইন্টার মিলানের ম্যাচ। তবে সাংবাদিক, ক্লাব অফিসিয়াল ও কর্মকর্তা, কোচিং স্টাফ সদস্যরা স্টেডিয়ামে উপস্থিত থাকলেও ছিলেন না কোন দর্শক। দর্শক শূন্য ম্যাচে অ্যারন রামজি ও পাওলো দিবালার নৈপুণ্যে ইতালিয়ান ডার্বি জিতেছে জুভেন্টাস।
দর্শকহীন ম্যাচে ৫৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। বাঁ দিক থেকে মাতুইদির ক্রসে ডি-বক্সের ভেতরে রোনালদোর পা হয়ে বল পেয়ে যান রামজি। বল পেয়েই তড়িৎ শটে লক্ষ্যভেদ করেন এ ইংলিশ মিডফিল্ডার। ১-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।
বিরতি থেকে ফিরে ৬৭তম মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন পাওলো দিবালা। আগের গোল করা রামজির ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান কস্তার বদলি নামা এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বাকি সময় আর কোন দল গোলের দেখা পায়নি। তবে ম্যাচের চতুর্থ মিনিটে গনসালো হিগুয়াইনের ক্রসে দগলাস কস্তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর ডান পায়ের শটও খুঁজে পায়নি ঠিকানা।
এছাড়া এর আগে অষ্টম মিনিটে মাটিয়াস ডি লিখটের হেড, এরপর রোনালদো ও মাতুইদির শটও এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত গোল। ২০তম মিনিটে নিকোলো বারেল্লা, দুই মিনিট পর আন্তোনিও কান্দ্রেভাও পারেননি ইন্টারকে এগিয়ে নিতে। ফলে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এদিকে এ জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে জুভেন্টাস। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লাৎসিও। আর ২৬ ম্যাচে ১৬ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।