সালাহ-মানের গোলে জয়ে ফিরলো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ০৭ মার্চ ২০২০
সালাহ-মানের গোলে জয়ে ফিরলো লিভারপুল

টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের ফিরলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও সালাহ-মানের গোলে বোর্নমুথকে ২-১ গোলে হারাল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

টানা ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপার খরা কাটাতে মৌসুমের শুরু থেকে অদম্য গতিতে ছুটে চলছে লিভারপুল। তবে ২৮ তম ম্যাচে এসে ওয়াটফোর্ডের বিপক্ষে হার দেখতে হয় লিভারপুলের যা কি না প্রিমিয়ার লিগে টানা ৪৪ ম্যাচ ও ৪২২ দিন পর। ওয়াটফোর্ডের হারের ক্ষত না শুকাতেই চেলসির কাছে হেরে এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে বিদায় নেয় অলরেডরা।

টানা দুই হারের পর ঘরের মাঠে খেলতে নেমে আবারও অঘটনের জন্ম দিতে বসেছিল লিভারপুল। ম্যাচের ৯ মিনিটের জয় উইলসনের গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড। তবে গোল হজম করে গোল পরোশোধ করতে মরিয়া উঠে লিভারপুল।

ম্যাচের ২৫ মিনিটে সালাহর নিচু শটে বল প্রতিপক্ষের জালে জড়ালে সমতায় ফিরে ক্লপ শিষ্যরা। সমতায় ফেরার পর এগিয়ে যেতেও সময় নেয়নি ক্লপ শিষ্যরা। ৩৩ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লপ শিষ্যরা। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পায়নি সালাহ-মানেরা। তাই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে পয়েন্ট তালিকার সিংহাসনটা পাকাপোক্তভাবে নিজেদের দখলে রেখে দিল অলরেডরা। দুইয়ে থাকা গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ২৫। ২৯ ম্যাচে ২৭ জয়, ১ পরাজয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৮২। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে সিটিজেনরা আছে দ্বিতীয় স্থানে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাথলেটিকোর বিপক্ষে খেলা হচ্ছে না অ্যালিসনের

অ্যাথলেটিকোর বিপক্ষে খেলা হচ্ছে না অ্যালিসনের

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে নতুন মুখ, ফিরলেন নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে নতুন মুখ, ফিরলেন নেইমার

বাতিল হলো নেইমার-এমবাপেদের ম্যাচ

বাতিল হলো নেইমার-এমবাপেদের ম্যাচ

শেষ রক্ষা হলো না প্লাতিনির

শেষ রক্ষা হলো না প্লাতিনির